ঢাকাWednesday , 4 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • “অবাধ ভোটাধিকার: প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

    দেশ চ্যানেল
    October 4, 2023 12:15 pm
    Link Copied!

    মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক “অবাধ ভোটাধিকার: প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (৪ অক্টোবর) সকাল ১১ টায় শুরু হওয়া দিনব্যাপী কর্মশালায় সারা দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে সরাসরি (ভার্চুয়াল) যুক্ত হয়ে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

    ঝালকাঠি জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় কর্মশালাটি সম্প্রচার করা হয়। এ কর্মশালায় জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সালেক, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল হোসেনসহ নিবন্ধিত রাজনৈতিক দলসমূহের স্থানীয় ১১ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

    কর্মশালায় ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কর্মকার, জাতীপার্টি (জাপা) জেলা শাখার সহসভাপতি আনোয়ার হোসেন তালুকদার, জাতীয়পার্টি (জেপি) জেলা শাখার যুগ্ম আহবায়ক হাসনাইন তালুকদার দিবস, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা শাখার সভাপতি হাফেজ মো. আলমগীর হোসেন, জাকের পার্টি ঝালকাঠি শাখার সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান, বাংলাদেশ তরিকত ফেডারেশন ঝালকাঠির জেলা কমিটির আহবায়ক মো. জাকির হোসেন, ন্যশনাল পিপলস পার্টি (এনপিপি) ঝালকাঠির কমিটির  আহবায়ক প্রবীর কুমার মিত্র, জাতীয় সমাজতান্ত্রীক দল (জাসদ) এর ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আল কাইউম এবং বাংলাদেশ কংগ্রেস ঝালকাঠির আহবায়ক মো. মনির হোসেন।

    কর্মশালা শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সালেক বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনের আগে তফসিল ঘোষণা করা হবে ২০২৩ সালের নভেম্বরে। এঅবস্থায় কেন্দ্র ঘোষিত কর্মশালাটি ঝালকাঠিতে সকল নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST