রশিদুল ইসলাম
উপজেলা প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীতে এক জেলের জালে ৭২ কেজি ওজনের একটি বাঘাইর মাছ ধরা পড়েছে। বাঘাইরটি ৮০ হাজার টাকায় বিক্রি করেছে জেলে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে তিস্তা নদীতে মাছ ধরতে গেলে মহসিন আলী নামে এক জেলের জালে আটকা পড়ে ওই মাছটি। জানা গেছে, হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের দক্ষিণ ডাউয়াবাড়ী গ্রামে ইছাহাকের ছেলে মহসিন সকলে তিস্তা নদীতে মাছ ধরতে গেলে বাঘাইর মাছটি তার জালে আটকা পড়ে।
বাজারে তোলা মাত্রই স্থানীয় উৎসুক জনতা মাছটি এক নজর দেখতে ভিড় জমায়। এসময় মাছটি কেনার জন্য অনেক ক্রেতা দাম কাষাকষি করলেও দুপুরে ৮০ হাজার টাকায় এলাকাবাসীরা কিনে ভাগাভাগি করে নেয়।
তিস্তা নদী এলাকার বাসিন্দা আফছার আলী বলেন, মাছটি মহসিন নামের এক জেলের জালে মাছটি ধরা পরে। পরে তিনি স্থানীয়দের কাছে ৮০ হাজার টাকায় বিক্রি করেন। তিস্তায় এত বড় মাছ পাওয়ায় আমরা নদী পাড়ের মানুষ অনেক খুশি। আর নদীতে এতো সহজে এই রকম বড় মাছ পাওয়া যায়নি কখনও।
জেলে মহসিন আলী বলেন, তিস্তায় পানি বাড়লে বৃহস্পতিবার সকালে আমি মাছ ধরতে যাই। এসময়ে আমার জালে বিশাল আকৃতির ৭২ কেজি ওজনের একটি বাঘাইর মাছ আটকা পড়ে। পরে মাছটি বাজারে নিয়ে গেলে ৮০ হাজার টাকায় বিক্রি করি।