তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি
খুলনা ডুমুরিয়া গুটুদিয়া ইউনিয়নের লাইন বিলপাবলা কারেন্ট শটে অকালে ঝরে গেলো ৩০ বৎসরের এক যুবক জানাযায় গতকাল বৃহস্পতিবার রাত আটটায় লাইন বিলপাবলার মৃত জগদীশ সরকারের পুত্র সুবোধ সরকার ঘরে থাকা টেলিভিশন চালানোর উদ্দেশ্যে টেলিভিশনের তার লাগাতে গেলে অসাবধানতায় কারেন্টে তাকে ধরে বসে তখন তাদের বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত তাকে ছাড়িয়ে নেয় পরে তাকে এলাকার লোকজন মিলে দ্রুত খুলনা খুমেক হাসপাতাল নিয়ে যায়। আনুমানিক রাত নয়টার দিকে হাসপাতালে ডাক্তার এসে দেখে তাকে মৃত ঘোষণা করেন। মৃত সুবোধ সরকার ছোট ছোট দুই মেয়ে রেখে অকালে চলে গেলেন না ফেরার দেশে শেষ খবর পাওয়া পর্যন্ত আজ শুক্রবার সন্ধা সাতটায় কৈয়া শশানে তার শেষকৃত দাফন সম্পন্ন করেন। এবিষয় এলাকায় মেম্বার পলাশ হালদার বলেন খবর পেয়ে আমি ছুটে যাই হাসপাতালে যেয়ে দেখি সুবোধ সরকারের অচেতন দেহ পড়ে আছে হাসপাতালের বেডে দেখে আমার চোখে জল পড়তে থাকে আর তাদের পরিবার কে সান্তনা দিতে থাকি এবং সাথে সাথে এলাকায় মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে
তার পরিবারসহ এলাকার লোকজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।