জেলা প্রতিনিধি (নড়াইল)
নড়াইলের লোহাগড়া উপজেলায় নবগংগা ডিগ্রি কলেজে নবীন ছাত্র / ছাত্রীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করে নিলেন কলেজ কর্তৃপক্ষ।
গতকাল রবিবার ৮ অক্টোবর সকালে কলেজের হল রুমে কলেজ কর্তৃপক্ষ, স্থানীয় গন্যমান্য ও ৪ শতাধিক ছাত্র / ছাত্রীদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের সভাপতি মোঃ রাশিদুল বাসার ডলারের সভাপতিত্বে ও অধ্যাক্ষ মোঃ মোশাররফ হোসেন মোল্যার সঞ্চালনায় প্রধান অতিথি ডাক্তার শাহেদা হামিদ (অবঃ) বিসিএস স্বাস্থ্য উপস্থিত ছাত্র/ ছাত্রীদের ফুল দিয়ে বরন করেন।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন তোমরা কোমলমতি তোমরা জ্ঞান অর্জন করে দেশের সেবায় নিজেদের নিয়োজিত করবে।দেশের ও নিজের উন্নয়নে মেধা ও শিক্ষার বিকল্প নাই।এসময় আরো বক্তব্য রাখেন কলেজের সভাপতি মোঃ রাশিদুল বাসার ডলার,অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন মোল্যা,বিশিষ্ট সাংবাদিক জহির ঠাকুর, গর্ভারনিং বডির সদস্য শাহীন আলম, আওয়ামী লীগ নেতা মোঃ মোজাম খান,বিশিষ্ট সমাজ সেবক বাদশা কাজি প্রমুখ। প্রধান অতিথি ডাক্তার শাহেদা কলেজের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য আতিয়ার রহমান শিক্ষা কল্যান ট্রাষ্টের শুভ উদ্বোধন করে ১০ লাখ টাকার অনুদান ঘোষণা করেন।