মোঃ জাকির হোসেন নীলফামারী প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ অক্টোম্বর) বিকালে সৈয়দপুর জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয়ের সামনে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি বিলকিস ইসলাম। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। এসময়ে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, শামসুল আলম, শওকত হায়াত শাহ, শফিকুল ইসলাম জনি, জিয়াউল হক জিয়া, কোষাধক্ষ্য আবিদ হোসেন লাড্ডান, আবু সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কার্জন, যুব দলের আহবায়ক তারিক আজিজ, সদস্য সচিব গুড্ডু, ছাত্র দলের সভাপতি আরমান হোসেন, সাধারণ সম্পাদক রাব্বি, মহিলা দলের সভাপতি রওনক জাহান রিনু, সাধারণ সম্পাদক রুপা প্রমূখ।