মোঃ কামাল উদ্দিন
মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি
জাতীয় শ্রমিকলীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মাদারগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিকলীগ আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আঃ হাই সরদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইদ্রিস আলী পাওয়ার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক ও কেন্দ্র কমিটির আহবায়ক অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ গোলাম রব্বানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাদল। এ সময় মাদারগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিকলীগের সহ সভাপতি নজরুল ইসলাম, জাকির হোসেন লাল ও আব্দুর রহিম,যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান সহ উপজেলা,শহর ও ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভার পূর্বে বালিজুড়ী এস এম ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠ থেকে বর্ণাঢ্য র্যালীটি বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে মাদ্রাসা মাঠে এসে শেষ হয় এবং আলোচনা সভা শুরু হয়। পরে বালিজুড়ী বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় শ্রমিকলীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকির কেক কাটেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলাল, জেলা আওয়ামী লীগের সদস্য মির্জা গোলাম কিবরিয়া কবির। এ সময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।