মুন্না ইসলাম উপজেলা প্রতিনিধি (রাজশাহী):
আগামী ২৫ শে অক্টোবর থেকে শুরু হব হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা । আর এ উৎসব কে ঘিরে আনন্দ বইছে হিন্দু ধর্মাবলম্বীদের। এবার রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডবে হবে দূর্গা পূজা। আজ সকালে উপজেলার পানানগর ইউনিয়নের গোনাজিপাড়া পূজা মন্দির এ দেখা যায় গনেশ , লক্ষী , দূর্গা, অশুর সকল মুর্তি তে শেষ মুহূর্তে রং করায় ব্যস্ত সময় পার করছেন কারিগর রা । গোনাজিপাড়া পূজা মন্দির কমিটির সভাপতি প্রসান্ত সাহা বলেন আমাদের পূজা উদযাপন মহা ধুমধাম এ পালন করি । আর কিছু দিনের মধ্যেই শুরু হবে দূর্গা পূজা । পূজা কে ঘিরে আনন্দ আমেজ বিরাজ করছে সবার মাঝে । প্রতিমা তৈরির কারিগর অমীত কুমার ও শুব্রত কুমার বলেন আমাদের সকল কাজ শেষ এখন রং করার কাজ চলছে। উপজেলা প্রসাসন ও দূর্গাপুর থানা পুলিশের সঙ্গে কথা বললে দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হোসেন বলেন পূজা উপলক্ষে উপজেলার সকল মন্ডুপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে । পূজা উপলক্ষে পূজা মন্দিরে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হবে ।