ঢাকাFriday , 9 May 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

অগ্নিকন্যা খ্যাত সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী কারাগারে।

Link Copied!

মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং অগ্নিকন্যা খ্যাত ডাঃ সেলিনা হায়াত আইভি রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে নগরীর দেওভোগ এলাকায় তার নিজ বাসভবন চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালায়।তবে হাজার হাজার এলাকাবাসীর বাধার মুখে পুলিশ রাতে তাকে গ্রেপ্তার করতে পারেনি।স্থানীয় সূত্রে জানা যায়-বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তার করতে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশের একটি দল দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাসভবন চুনকা কুটিরে প্রবেশ করে।গ্রেপ্তারের খবর স্থানীয় লোকজনদের কাছে পৌঁছালে দল মত নির্বিশেষে চারদিক থেকে হাজার হাজার স্থানীয় এলাকাবাসী তার বাড়ির সামনে এসে ভিড় করে এবং পুলিশকে অবরুদ্ধ করে ঘিরে রাখে।বাড়ির প্রধান ফটক অবরোধ করে তার মুক্তির দাবিতে নানা স্লোগান দেয়।পুলিশ আইভীর বাড়িতে প্রবেশ করতে চাইলে স্থানীয় এলাকাবাসীর বাধার মুখে পড়ে।পরে রাত ৩টার দিকে পুলিশের তিন সদস্যের একটি টিম সেলিনা হায়াত আইভীর বাড়ির ভেতরে প্রবেশ করে।তবে আইভী রাতের সময় গ্রেপ্তার করার বিষয়ে অস্বীকৃতি জানায়।বরং সকালে তাকে দিনের আলোতে গ্রেপ্তার করার কথা জানায়।সেই অনুযায়ী তাকে ভোর বেলায় গ্রেপ্তার করা হয়।এদিকে আইভীর বাড়ির প্রবেশ পথের দুই রাস্তায় বাঁশ,ঠেলাগাড়ি ফেলে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত জনতা।স্থানীয় জনতা আশেপাশের ৪টি সড়ক অবরুদ্ধ করে রাখে।এছাড়া আশেপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয়।পুলিশ সূত্রে জানা যায়-সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ৪টি ও ফতুল্লা থানায় ১টি হত্যা মামলা সহ মোট ৫টি মামলা রয়েছে।এসব মামলায় রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করতে আসলে সাবেক মেয়র আইভী যেতে রাজি হননি।তিনি দিনের আলোতে যাওয়ার কথা জানিয়েছেন পুলিশকে।সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়ি লক্ষ্য করে উত্তেজিত জনতা ইঁট পাটকেল ছুড়ে,ইঁটপাটকেলের আঘাতে একাধিক পুলিশ কর্মকর্তা আহত হন।৫ আগস্টের পর থেকে আইভী দেওভোগের বাড়িতেই ছিলেন।ইতোমধ্যে তাকে সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে অপসারণ করা হয়েছে।সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।সবশেষ ১৩ সেপ্টেম্বর নিহত রিকশাচালক তুহিনের স্ত্রী আলেয়া আক্তার মীম বাদী হয়ে ৯৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০০ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় এই মামলা করেন।এর আগে ৩ সেপ্টেম্বর গুলিবিদ্ধ হয়ে মনিরুল ইসলামের মৃত্যুর ঘটনায় তার বড় ভাই নাজমুল হকের করা মামলায় ১৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০০ জনকে আসামি করা হয়।এ হত্যা মামলায় শামীম ওসমান ও আইভী দুজনকেই আসামি করা হয়।এ সময় সেলিনা হায়াত আইভী সাংবাদিকদের বলেন-পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা না দেখিয়ে ধরে নিয়ে যাচ্ছে।আমি নারায়ণগঞ্জে ২১ বছরের সেবায় কোনো দল কিংবা ব্যক্তিকে আঘাত করার মতো কিছু কখনো করিনি।যখনই নারায়ণগঞ্জে কোনো হত্যাকাণ্ড ঘটেছে তখনই আমি প্রতিবাদ করেছি,নারায়ণগঞ্জের সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছি।অথচ আমাকে অপরাধী হিসেবে গ্রেপ্তার করা হলো।এসময় তিনি বিগত সময়ের মতো নারায়ণগঞ্জবাসীকে পাশে থাকার আহ্বান জানান।নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামান বলেন,সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।তবে,ফতুল্লা থানার পোশাক শ্রমিকের হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।বর্তমানে তিনি নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে ডিবি হেফাজতে রয়েছেন।নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় হতে শুক্রবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মঈনউদ্দিন কাদিরের আদালতে উপস্থিত করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করার আদেশ দেন।নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং অগ্নিকন্যা খ্যাত ডাঃসেলিনা হায়াত আইভীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST