মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলায় আগ্নিকান্ডের ঘটনায় বসত ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের-১ টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।এই দুর্ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।শনিবার(৩রা ফেব্রুয়ারি)সকাল ৯টা ৩০মিনিটের দিকে উপজেলার আতলাশপুর কুড়িআইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থরা জানায়-সকালে এলাকার সোলেমানের ঘরে হঠাৎ করে আগুন লাগে।এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।ওই আগুন পাশের ওসমান মিয়া,রবিউল্যাহ,আনেছা বেগম,সুমন মিয়া, তাজিরুন বেগম,শাহালম,নজরুল ইসলাম,আনিস ও আরিফের বাড়িতে ছড়িয়ে পড়ে।পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে,দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।স্থানীয়দের দাবি-এই দুর্ঘটনায় ১১ টি ঘর ঘর পুড়ে গেছে।কাঞ্চন নদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডিউটি অফিসার মঞ্জুর রাশেদ বলেন-আতলাশপুর বাজার হতে অনেকটা ভিতরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।আমরা ১০ টা ২০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পাই।১০ টা ৫৭ মিনিটে আগুন নির্বাপণ করা হয়। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারপরও অগ্নিকাণ্ড কোথা থেকে ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।