মোঃ রইস উদ্দিন রিপন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ ফতুল্লার পঞ্চবটি-মুক্তারপুর ব্রিজের সড়কের কাজের উদ্বোধন অনুষ্ঠানে,আজ মঙ্গলবার(১৪ ই নভেম্বর)অংশ গ্রহন করেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জের সিংহ পুরুষ নামে পরিচিত একেএম শামীম ওসমান।উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন-বাংলাদেশের সকল জনগন নির্বাচনের জন্যে প্রস্তুত হয়ে আছে।আমরা আশা করছি ২-৩ দিনের মধ্যে তফসিল ঘোষণা করা হবে।তবে বিএনপি ও জামায়াত যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিলো,২০১৩-১৪ সালে ওরা যেভাবে আগুন সন্ত্রাস করেছিলো,এবার আবারো সেই পায়তারা করছে।আমাদের নিকট খবর আছে আগামী ৭-৮ দিনের মধ্যে তারা আরো নৈরাজ্য বাড়াবে।তিনি কঠোর ভাষায় বলেন-তাদের মূল উদ্দেশ্য কেয়ারটেকার না।এদের উদ্দেশ্য একটাই বাংলাদেশে পাপেট সরকার আনা।তাদের উদ্দেশ্য দেশটাকে কলোনির মতো করে চালানো।পৃথিবীর বহু দেশে নির্বাচন হচ্ছে,সেই দেশ নিয়ে তো কোন কথা হচ্ছে না।ফিলিস্তিনের গাজায় আগুন দিচ্ছে,হাসপাতালও নিরাপদ নয়,নির্বিচারে শিশুসহ মানুষ হত্যা করছে।কই ফিলিস্তিন মুসলমানদের নিয়ে তো কোন কথা নেই।শুধু বাংলাদেশ নিয়ে তারা খুব উদগ্রীব,এর কারণ হলো আমাদের ভৌগোলিক সীমা।আমাদের দেশ একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে।এর কারনেই লন্ডনে বসবাসরত খুনি তারেক রহমানের নির্দেশে তারা যে কোন উপায় অবলম্বন করে,আমাদের দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চাচ্ছে।তিনি বিএনপিকে হুশিয়ারি দিয়ে বলেন-আমি আল্লাহর উপর ভরসা রাখি,ইনশাআল্লাহ সময় মতো নির্বাচন হবে এবং উন্নয়ন ও চলমান থাকবে।তবে কিছু ডালপালা হয়তো ভাঙবে,কিছু পুড়বে।আমার মতো কিছু শামীম ওসমান মারা যাবে,আবার কিছু আহত হবে।ওরা আমাদের উপর আঘাত করতে পারে এবং বরাবর করছে।বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা চালাচ্ছে তারা।আমাদের দলের নেতাকর্মীদের উপর বোমা হামলা করছে।পুলিশকে কুপিয়ে হত্যা করছে।সাংবাদিকদের উপর আক্রমণ করছে।দেশনেত্রী শেখ হাসিনা আমাদের উপর নির্দেশ দিয়েছেন শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার জন্যে,সেটা আমরা চেষ্টা করছি এবং রাখবো।তিনি বলেন-মানুষের জানমাল রক্ষা করার দায়িত্ব পুলিশের।আমরা জনগনের সেবক,আমরা জনগনকে সাথে নিয়ে চলি।জনগন যদি ওদের প্রতিহত করতে চায় আমরা প্রতিহত করবো।আমরা ওদের বলতে চাই,তাদের ও বাড়ি-ঘর আছে।জনগন যদি ওদের বাড়ি-ঘরের দিকে নজর দেয় তাহলে জনগনকে আমাদের ঠেকাতে কঠিন হয়ে দাড়াবে।ব্রিজের সড়কের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস,নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম,মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু,জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল এবং নারায়ণগঞ্জ জেলা ছাএলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি প্রমুখ।