মো:সাদ্দাম হোসেন ইকবাল, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।
ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ এপ্রিল) বিকাল ৫টায় সংগঠনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জাফর ইকবাল, সহ-সভাপতি বিএম সাগর হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান খান, বাঁকড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান কবির, সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক দাউদ হোসেন, প্রচার সম্পাদক সাব্বির শোভন, দপ্তর সম্পাদক আজাদ হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাসুদ হোসেন, কার্যকরী সদস্য মাসউদুল সুমন, সাদ্দাম হোসেন ও ইনকিয়াদ আহমেদ রাফিনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু সাংবাদিকদের পেশাগত সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন এবং বলেন, “কোনো সাংবাদিক পেশাগত সমস্যায় পড়লে, তা সমষ্টিগতভাবে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা কলমের শক্তি দিয়ে প্রতিহত করবে।”
এ ছাড়া সভায় কোনো সদস্য যদি পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকেন তাহলে তার সদস্যপদ স্থগিত বা বাতিল হবে, ক্লাবের নাম ব্যবহার করে কেউ অনৈতিক সুবিধা গ্রহণ করলে, তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান কবির বাঁকড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ক্লাবের পক্ষ থেকে তাকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়। আরও জানানো হয়, ক্লাবের যেকোনো সদস্য অন্য সংগঠনের সদস্য হতে পারবেন; তবে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের যেকোনো কর্মসূচিতে তার উপস্থিতি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মহাসীন আলমের পদত্যাগপত্র গৃহীত হয়।
সভা শেষে ঈদ-পরবর্তী আনন্দ ও সৌহার্দ্য বিনিময়ের অংশ হিসেবে সদস্যদের মিষ্টিমুখ করানো হয়।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                 
                                