খাগড়াছড়ি প্রতিনিধি:
বিএনপি নেতা কর্তৃক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ এবং মামলা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা এনসিপির সংগঠক শাহ নেওয়াজ।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত ২১ জুলাই খাগড়াছড়িতে অনুষ্ঠিত “জুলাই পদযাত্রা” কর্মসূচিতে জেলা এনসিপির নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন। এর মধ্যে শাহ নেওয়াজ ও বেলালসহ কয়েকজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু ১০ আগস্ট বিএনপির এক নেতা কর্তৃক দুই এনসিপি নেতা ও আরও কয়েকজন কর্মীর নামে মিথ্যা, বানোয়াট ও মনগড়া মামলা দায়ের করা হয়। মামলায় তাদের আওয়ামী লীগ কর্মী হিসেবে দেখানো হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।
এনসিপি নেতাদের অভিযোগ, মামলার অভিযুক্তদের কেউ ২১ জুলাইয়ের অনুষ্ঠানে উপস্থাপকের দায়িত্বে ছিলেন, কেউ জাতীয় নেতৃবৃন্দকে স্বাগত জানিয়েছেন, এমনকি একজন অভিযুক্ত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক মামলার আসামি হয়ে এখনও আদালতে হাজিরা দিচ্ছেন। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হওয়া সত্ত্বেও তাদেরকে “আওয়ামী লীগ” ট্যাগ দিয়ে হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন তারা।
বক্তারা বলেন, “আমরা জুলাই যোদ্ধা, নতুন বাংলাদেশ গঠনের আন্দোলনে সক্রিয়ভাবে কাজ করেছি। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, যা লজ্জাজনক ও কলঙ্কজনক।” সংবাদ সম্মেলনে অবিলম্বে মামলা প্রত্যাহার এবং এনসিপি নেতাকর্মীদের নাম বাদ দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে হয়রানি বন্ধ না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন নেতারা।
এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা আক্তার ঝুমা সহ আরও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।