মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলার ২৯৮ নং সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া পানছড়ি বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদ উদ্ভোধনসহ উপজেলায় একাধিক পথসভা ও গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।
২৩ জানুয়ারী শুক্রবার নির্বাচনী প্রচারনায় মসজিদ উদ্ভোধন শেষে তিনি পানছড়ির সাওতাল পাড়া মন্দির প্রাঙ্গণ, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, মধ্যনগর মাদ্রাসা মাঠ এবং পাইলটফার্ম এলাকায় পৃথক পৃথক পথসভায় অংশ নেন। এসব সভায় তিনি সাধারণ জনগণের কাছে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন।
পাইলটফার্ম এলাকায় আয়োজিত পথসভায় বাংলাদেশ ইসলামী আন্দোলনের উপজেলা পর্যায়ের নেতৃত্বসহ জাতীয় পার্টি ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। নতুন যোগদানকারীরা ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পথসভায় বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, জনগণের ভোট ও ভালোবাসা পেলে পানছড়িসহ পুরো আসনের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিশ্চিত করতে কাজ করবেন। তিনি আরো বলেন, আমি যখন এমপি ছিলাম, তখন এই এলাকার উন্নয়নে বিভিন্ন কাজ করেছি। যার অনেক কিছুই আজও দৃশ্যমান রয়েছে।”
পথসভাগুলোতে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

