রাসেল কবির//বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা কাজিরহাট থানা ২নং লতা ইউনিয়নের সোনাপুর গ্রামে ১৯ শে নভেম্বর রোজ বুধবার দুপুরে আনুমানিক ২ ঘটিকায় বিদ্যুৎ পৃষ্ঠে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে সোনাপুর গ্রামের হেলাল সরদারের ছেলে আরিফ সরদার (৩৬)
তিনি কাজিরহাট এলাকায় ব্যাটারি চালিত অটো গাড়ি চালিয়ে জীবিকা আহরণ করে। নিহতের পরিবার সূত্রে জানায়, নিজের অটো সমস্যা দেখা দিলে দুপুরে নিজ বাড়িতে অটো গাড়ি কারেন্টের সাথে ব্যাটারি সংযুক্ত করে চার্জে বসিয়ে।অটো গাড়ির যান্ত্রিক ত্রুটি দূর করার জন্য নিজেই মেরামত চেষ্টা করে। অসতর্কতার ফলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকে। বাড়ির লোকজন দেখতে পেয়ে কাজিরহাট বাজারে কর্তব্যরত চিকিৎসকের নিকট নিয়ে আসলে। দ্রুত মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দিলে সাথে সাথে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মৃত ঘোষণা করেন। অবশেষে নিয়তের লাশ নিজ বাড়িতে নিয়ে আসে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে অটো চালকদের মাঝে শোকের মাতাম বইছে। নিহত আরিফ সরদার মৃত্যুকালে স্ত্রী সহ ২ মেয়ে ১ ছেলে ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। এ সংবাদ পেয়ে কাজিরহাট থানা পুলিশ ঘটনা স্থলে গিয়েছে বলে জানা গেছে।

