রাসেল কবির// শিক্ষা প্রতিষ্ঠানের সম্মুখে খালের উপর ব্রিজ এখন মরণ ফাঁদে পরিণত। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা দেখার মত কেউ নেই। এমন দৃশ্য চোখে পড়ার মতো বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা লতা ইউনিয়নের ২ ওয়ার্ডবাসী আসলী সন্তোষপুর গ্রাম ও চর সন্তোষপুর গ্রাম এবং সন্তোষপুর নেছারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের পারাবার মাধ্যম। দীর্ঘ বছর যাবত ব্রিজ হেলে পড়ছে এমনকি ব্রিজের একাংশ ভেঙে গেছে। রাজনীতিবিধ ও জন প্রতিনিধ মেরামতের উদ্বেগ নেয়নি ফলে অহরহ ঘটছে দুর্ঘটনা। মাদ্রাসার শিক্ষার্থী অভিযোগ তুলে বলেন ২ ওয়ার্ডে ২ জন জন প্রতিনিধ দায়িত্বব্রত থাকলেও কেউ ভূমিকা নিচ্ছে না। ২ ওয়ার্ড বাসি সহ প্রতিষ্ঠানের সম্মুখে ব্রিজ অবহেলিত জনদুর্ভোগ কথা ভেবে ব্রিজ মেরামত করা অতি জরুরি বলে মনে করেন। ইউপি সদস্য মোঃ কামাল হালদারের সাথে কথা বললে তিনি জানায় আমি ইউপি পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিকট ব্রিজ অবহেলিত এ সম্পর্কে অবগত করিয়াছি। লতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম হাওলাদার মুঠোফোন অবহেলিত ব্রিজ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন নতুন বাজেট আসলে প্রস্তাব রাখা হবে ব্রিজ মেরামতের জন্য। এ বিষয়ে এলাকাবাসী জানায় জলদূর্ভোগের কথা চিন্তাভাবনা করে অতি দ্রুত মেরামত করা অতি জরুরী বলে মনে করেন।

