রাসেল কবির//এলাকাবাসী জনদুর্ভোগ চরমে দেখার মত কেউ নেই। ব্রিজ টি দুই ভাগে বিভক্ত অর্ধেক ঢালাই অর্ধেক সুপারি গাছ দিয়ে পারাপার করছে জনসাধারণ। এমন দৃশ্যে রূপ দেখা গেছে বরিশাল জেলার কাজিরহাট থানা ২ নং লতা ইউনিয়নের ৫/৭ নং ওয়ার্ডের আসলী সন্তোষপুর ও সোনাপুর গ্রাম সম্মিলিত সিরাজ চৌকিদার বাড়ির সন্নিকটে এই ব্রিজ। স্থানীয়রা জানিয়েছে প্রায় ৭ বছর পূর্বে ঢালাই ব্রিজ রূপান্তরিত হয়
৭ বছরে মধ্যে একাধিকবার ভেঙে গেছে দেভে গেছে কর্তৃপক্ষ সংস্কার করেনি। এলাকাবাসীরাই মিলে উপরে গাছ দিয়ে আসা যাওয়া করে।সোনাপুরবাসী ও সন্তোষপুরবাসী জানায় ব্রিজ টি অতি গুরুত্বপূর্ণ জনস্বার্থে মেরামত করা একান্ত প্রয়োজন। এই ব্রিজ টি এলজিএসপি-৩ অর্থবছর ২০১৭/২০১৮ বাস্তবায়ন কাল ২০১৮/২০১৯ সালে নির্মাণ করা হয় ৪ লক্ষ টাকা ব্যয়।এ বিষয়ে কথা হয় ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য বেল্লাল হোসেন খানের সাথে তিনি জানায়, এই ব্রিজ টি অতি ঝুঁকিপূর্ণ এবং অবহেলিত আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট অনেক পূর্বেই জানিয়েছি। আরো কথা হয় লতাইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম হালদারের সাথে তিনি বলেন মেহেন্দিগঞ্জ উপজেলায় কাগজপত্র পাঠিয়েছি বাজেট পাস হলেই সংস্কার করা হবে।

