মশিউর মিলন, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে টাকার অভাবে মেয়েকে বিয়ে দিতে না পারায় নিজের কিডনি বিক্রি করে মেয়ের বিয়ে দিতে চায় এক রিকশা চালক বাবা। রিকশা চালক মো. আবুল বশার(৪০) উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার সকালে কিডনি বিক্রির এমন সিদ্ধান্তের কথা গণমাধ্যম কর্মীদের জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে আমার স্ত্রী অসুস্থ শয্যাশায়ী টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। মেয়ের বিয়ে ঠিক হলেও বিয়ের ব্যবস্থা করতে পারছিনা। ছেলে অষ্টম শ্রেণি ও মেয়ে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তাদের পড়াশুনার খরচ বহন করতে পারছি না। রিকশা চালিয়ে যা রোজগার করি তা দিয়ে সংসার চালাতেই কষ্ট হয়। স্ত্রীর চিকিৎসার খরচ চালাতে গিয়ে ঋণগ্রস্থ হয়ে পড়েছি। তাই নিরুপায় হয়ে নিজের কিডনি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। কিডনি বিক্রি করে যে টাকা পাবো তা দিয়ে মেয়ের বিয়ে ও স্ত্রীর চিকিৎসা করাবো।
এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. বশির গাজীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এধরনের অসুবিধার কথা আমাদেরকে কেউ জানাননি, আমাদের কাছে আসলে ওনার স্ত্রীর চিকিৎসার পাশাপাশি অন্যান্য সমস্যা সমাধানে আমাদের সহযোগীতা থাকবে।