আবদুর রহিম: নোয়াখালী-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের উদ্যোগে কোম্পানীগঞ্জ উপজেলায় শতাধিক অটোরিকশা চালকের মাঝে লুঙ্গি বিতরণ করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার সময় চরপার্বতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত শহীদ জিয়া স্মৃতি সংসদের নির্বাচনী কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
লুঙ্গি বিতরণ করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও চরপার্বতী ইউনিয়ন পরিষদের সদস্য একরামুল হক মিলন।
এসময় উপস্থিত ছিলেন- চরপার্বতী ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আজিজুল হক, ওয়ার্ড বিএনপির নেতা নূর নবী, চরপার্বতী ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন রাহাদ, যুবদল নেতা মো. রাকিবসহ আরও অনেকে।
এই সময় একরামুল হক মিলনবলেন, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিএনপির একটি নিয়মিত সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
লুঙ্গি পেয়ে অটোচালকরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

