আবদুর রহিম-(নোয়াখালী প্রতিনিধি)
সম্প্রতি কবিরহাট-বসুরহাট সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত কোম্পানীগঞ্জ উপজেলার ৫ জন বাসিন্দার পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহযোগিতা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিহতদের পরিবারের হাতে এই সহায়তা তুলে দেন। তিনি জানান, দুর্ঘটনায় নিহতদের পরিবারগুলোর পাশে মানবিক দায়িত্ববোধ থেকে এই সহায়তা প্রদান করা হয়েছে।
এসময় তিনি আরও জানান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর ক্ষতিপূরণ তহবিল এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও আর্থিক সহযোগিতা প্রাপ্তির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ ও সহযোগিতা করা হবে।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগে নিহতদের স্বজনরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্ঘটনাস্থলে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
চলতি সপ্তাহে সংঘটিত এই দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

