মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির রামগড়ে শহিদ আব্দুল মজিদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা এবং খাগড়াছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে সম্মুখযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
৫ আগস্ট মঙ্গলবার সকালে রামগড়ের শহিদ আব্দুল মজিদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক, জেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ছিল আবেগঘন এবং প্রেরণাদায়ী এক আয়োজন, যা অংশগ্রহণকারীদের মাঝে স্মৃতিচারণা ও ঐতিহাসিক দায়বদ্ধতা জাগিয়ে তোলে। এছাড়া ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে খাগড়াছড়িতে সম্মুখ সারির যোদ্ধাদের সম্মাননা এবং শহিদ পরিবার ও আহতদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) জেলা শহরের টাউন হল মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্য, জেলার প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই দিনটি শুধু গণতন্ত্রের পথে এক অগ্রগামী পদক্ষেপই নয়, বরং তা জাতির আত্মত্যাগ ও সংগ্রামের প্রতিচ্ছবি। অনুষ্ঠানে উপস্থিত সম্মুখযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। শহিদ পরিবার ও আহতদের প্রতি জানানো হয় গভীর শ্রদ্ধা।