ঢাকাSunday , 25 May 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

গণমাধ্যমকর্মীরা পালন করলেন জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। 

Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

” এদেশ ছাড়বি কিনা বল, নইলে কিলের চোটে তোদের হাড় করিব জল ”

নড়াইলের লোহাগড়া উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের উদ্যোগে জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী পালন করা হয়েছে।

রবিবার (২৫ মে) সকাল ১০টায় লোহাগড়া পৌর শহরের স্মার্ট প্রেস ক্লাবের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জির সভাপতিত্বে ও রাশেদ রাসু’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক শরিফুজ্জামান, সরদার রইচ উদ্দিন টিপু, পিকুল আলম, মনির খান, ওবাইদুর রহমান, আব্দুল্লাহ আল কাফি, আব্দুল্লাহ আল মামুন, ইমরান কাজী, কাজী আল মামুন, আসমা আক্তার সাথীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আলোচনায় বক্তারা কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্যবাদী চেতনার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, নজরুল আমাদের জাতীয় কবি শুধু নন, তিনি মানবতার কবি। তার বিদ্রোহী চেতনা, অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি আজও আমাদের প্রেরণা জোগায়।

সভার শেষে দোয়া মাহফিলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST