ঢাকাThursday , 27 November 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ঘুষ নেয়ার অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ দ্বায়ের।

দেশ চ্যানেল
November 27, 2025 2:51 pm
Link Copied!

জিয়াউল হক,দূর্গাপুর উপজেলা প্রতিনিধি, নেএকোনা।

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সাহাদত হোসেনের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২৭ নভেম্বর রোজ (বৃহস্পতিবার)রফিকুল ইসলাম রুবেল নামে একজন ভুক্তভোগী নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।

‎অভিযোগপত্রে তিনি জানান, ১৫ জুলাই ২০২৫ তারিখে সরকারি সাবমার্সিবল টিউবওয়েল বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়ে অভিযুক্ত কর্মকর্তা তাঁর কাছ থেকে ১৬ হাজার টাকা এবং তাঁর দুই সহযোগী মাসুদুর রহমান ও রনির কাছ থেকে পৃথকভাবে ১৫ হাজার টাকা করে মোট ৪৬ হাজার টাকা নেন। কিন্তু টাকা নেওয়ার পরও টিউবওয়েল না দিয়ে দীর্ঘদিন ধরে তালবাহানা করছেন বলে অভিযোগকারীদের দাবী।

‎রফিকুল ইসলাম অভিযোগে উল্লেখ করেন, কর্মকর্তা বিশ্বাস অর্জন করে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করেছেন। বিষয়টি তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করেন তিনি।

‎এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী সাহাদাত হোসেন বলেন,আমার নামে যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। যে অভিযোগ করেছে তাকে আমি ভালো করে চিনিও না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST