হাফিজুর রহমান কাজল, চুয়াডাঙ্গা :
চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন পরিষদের নতুন ভবন স্থাপনার ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টায় উদ্বোধনী কাজের মূল ভূমিকায় ছিলেন দর্শনা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি ও বৃহত্তর তিতুদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন।
গড়াইটুপি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদের নিজস্ব ৫১ শতক জমি থাকলেও আওয়ামী লীগের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু মাস্টার স্থায়ী কার্যালয় স্থাপন করতে ব্যর্থ হয়েছেন। তিনি তার বাড়ি ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করতেন। গড়াইটুপি চিত্রা নদীর তীরে ইউনিয়ন পরিষদ হোক এটা এলাকার লোকজনের অনেকদিনের আকাক্সক্ষা। আর এটাই বাস্তবায়ন হতে যাচ্ছে। বর্তমানে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলার মতো রুম করা হচ্ছে। একই স্থানেই মূল বিল্ডিং হবে।
এসময় উপস্থিত ছিলেন গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত আলী, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক আদম আলী, ব্যবসায়ী ওয়াহেদ মিয়া, দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন, আব্দুল খালেক, উজির মিয়া, জুমার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা লাল মোহাম্মদ মাস্টার, গড়াইটুপি ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সাইদ খোকন, ২ নম্বর ওয়ার্ডের সদস্য আশাদুল হক লিটু, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য হাফিজুর রহমান হাফিজ, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আলমগীর হোসেন, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আসাদ উল্লাহ্ প্রমুখ।