ঢাকাWednesday , 18 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • জয়পুরহাটের পুলিশ সুপার মোঃ নুরে আলম তিন ক্যাটাগরিতেই প্রথম স্থান অর্জন করেছেন

    দেশ চ্যানেল
    October 18, 2023 12:14 pm
    Link Copied!

    মোঃশিমুল হোসেন
    জয়পুরহাট প্রতিনিধিঃ-

    জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম ওয়ারেন্ট তামিলে সারাদেশে এবারও জিআর, সিআর ও সাজা তিনটি ক্যাটাগরিতেই প্রথম স্থান অর্জন করেছেন। যেটি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ। এ অর্জনে আনন্দিত জেলা পুলিশ ও জয়পুরহাটবাসী।

    গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত ত্রৈমাসিক ক্রাইম কনফারেন্সে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

    বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করায় জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

    দেশসেরা জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম
    রাঙামাটিতে শিল্পীর তুলির ছোঁয়ায় সাজিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গাকে
    এ কনফারেন্সে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের প্রধানরা। এছাড়াও আইনশৃঙ্খলা উন্নয়ন সূচকে সারা বাংলাদেশে ‘গ’ ক্যাটাগরিতে জয়পুরহাট জেলা বরাবরের মতো প্রথম স্থান অক্ষুণ্ন রেখেছে।

    মোহাম্মদ নূরে আলম জয়পুরহাটে পুলিশ সুপার হিসেবে যোগদান করার পর থেকে জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে জেলার বিভিন্ন এলাকায়, স্থানীয় থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) টিমের নিয়মিত অভিযান অব্যাহত রেখেছিলেন। এর ফলে মাদক উদ্ধারসহ মাদক কারবারি ও সেবনকারীদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। যার ফলশ্রুতিতে সারাদেশে এবারও মাদক, জিআর, সিআর ও সাজা তিনটি ক্যাটাগরিতেই ওয়ারেন্ট তামিলে প্রথম স্থান অর্জন করেছেন জয়পুরহাট জেলা পুলিশ।

    জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, জেলা পুলিশ সবসময় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং সবসময় করে থাকবে। ছোট জেলা হিসেবে অন্য জেলাগুলোর সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে এই অর্জন জয়পুরহাট জেলার জন্য বিরাট সম্মানের। জেলার সকল পুলিশ অফিসার এবং ফোর্সরা আন্তরিক ভাবে কাজ করেছেন বলেই এই অর্জন সম্ভব হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST