মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ স্লোগানে জামালপুরের মাদারগঞ্জে তারুণ্যের উৎসব -২০২৫ উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রাণী সম্পদ অফিস প্রাঙ্গণে উপজেলা প্রশাসন আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ। সঞ্চালনায় সমাজ সেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার রিজভী আহমেদ, উপজেলা কৃষি অফিসার শাহাদুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার আনোয়ার হোসেন, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সদস্য সিয়াম আহমেদ প্রমূখ। এর পূর্বে ফিতা কেটে তারুণ্যের মেলা শুভ উদ্বোধন করেন ইউএনও নাদির শাহ। মেলায় মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাব, সাহিত্য পরিষদ, সঞ্চরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদসহ ১৪ টি স্টল অংশ নেয়। স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দরা।