জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে ট্রাক চাপায় পাটখড়ি ব্যবসায়ী চাচা ও ভাতিজা নিহত হয়েছে। ৩রা জানুয়ারী বুধবার ভোরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার পাচঁমাইল মধুপুর নামক এলাকায় এ দুর্ঘনাটি ঘটে। পুলিশ জানায় ভোরে সদর উপজেলার রাঙ্গীয়ারপোতা গ্রামের পাটখড়ি ব্যবসায়ী আলী হোসেন (৬০) ও তার ভাতিজা মহিদুর রহমান (২৮) নসিমন নিয়ে ফরিদপুরে যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে নসিমনটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। সেসময় পিছন থেকে একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চাচা ও ভাতিজা নিহত হয়। পরে তাদের সাথে থাকা অন্য আলমসাধুর যাত্রীরা মরদেহ নিয়ে বাড়িতে চলে যায়।ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দীন জানান,পুলিশ পাঠিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                