আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইলঃ
টাঙ্গাইলে নাশকতা রোধে রেললাইনে দায়িত্বরত অবস্থায় ট্রেনে কাটাপড়ে রূপচাঁন নামের এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কালিহাতীর চরভাবলা থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক আলী আকবর জানান, রেললাইনে নাশকতা রোধে রাতে আনসার সদস্য রূপচাঁনসহ কয়েকজন আনসার সদস্য দায়িত্ব পালন করছিলেন। পরে হঠাৎ করেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। ধারণা করা হচ্ছে, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনে ধাক্কা লেগে তার মৃত্যু হয়। রূপচানের সহকর্মীদের খবরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’  এ নিয়ে গত এক মাসে টাঙ্গাইলে ট্রেনে কাটাপড়ে ৫ জনের মৃত্যু হয়েছে।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                