ঢাকাWednesday , 14 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

দেশ চ্যানেল
February 14, 2024 1:32 pm
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইলঃ

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত  রাত ১টার দিকে  উপজেলার সহদেবপুর ইউনিয়নের কালিবাড়ী বাজারে  অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

মুদির দোকানের মালিক সুমন জানান, বাজার থেকে লোকজনের মাধ্যমে রাত ২ টার দিকে  খবর পেয়ে  এসে দেখি প্রায় সম্পূর্ণ দোকান পুড়ে গেছে। আমার দোকানে রোজা সামনে এজন্য নতুন মালামাল ক্রয় করেছি সবমিলিয়ে প্রায়  ৭লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সব টাকা বিভিন্ন এনজিও থেকে লোন করা। সংসার চালানোর এক মাত্র উৎস ছিলো দোকান।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কালিহাতী  ফায়ার সার্ভিস।

সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এম,এ মোতালেব আগুন নিয়ন্ত্রনে চেষ্টার সময় আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

এবিষয়ে  সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মল্লিক নিশ্চিত করে বলেন, সামাদের ফার্নিচারের দোকান, মুহির উদ্দিনের মেডিসিন দোকান, সুমন সাহার মুদির দোকান, কার্তিকের সেলুন,ভজনের সেলুনসহ। ৫টি দোকানে অগ্নিকান্ডের ঘটনায় ধারণা করা যাচ্ছে আনুমানিক ৪০-৪৫ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

মেডিসিনে দোকান মালিক মহির উদ্দিন জানান, সাড়ে তিন লক্ষ টাকার ঔষধ পুরের ছাই হয়ে গেছে।

এ বিষয়ে কালিহাতী  ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান  জানান,খবর পেয়ে ঘটনাস্থলে  পৌঁছে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হয় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, আনুমানিক ক্ষয়-ক্ষতির পরিমাণ ৪০ লক্ষ টাকা। তাদেরকে  সরকারি সাহায্য দেওয়া হবে।  সকল দোকানদারদের তালিকা মন্ত্রণালয় পাঠাবো, পাশ হয়ে আসলে তাদেরকে হাতে তুলে দেব ।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন,স্থানীয় সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST