ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা জাতীয় নাগরিক কমিটির থেকে পদত্যাগ করেছেন কমিটির সদস্য রাশেদুল ইসলাম ওরফে রাসেল ও সোহেল রানা।
আজ দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় নাগরিক কমিটি থেকে তাদের নাম প্রত্যাহার করেন।
পদত্যাগপত্রে উল্লেখ করেন জুলাই বিপ্লবের কিছু দিন পরে সারাদেশের ন্যায় বর্তমান এনসিপির নেতা নাসরুদ্দীন পাটুয়ারির স্বাক্ষরিত ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ৯৫ সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়। পরবর্তী সময়ে এনসিপি গঠন হলে জাতীয় নাগরিক কমিটির অধিকাংশ সদস্য এনসিপির সঙ্গে যুক্ত হয়। কিন্তু এনসিপি’র বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আমরা এনসিপিতে যোগদান করি নাই। তাই আমরা জাতীয় নাগরিক কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
তারা আরো বলেন বর্তমান দলীয় কর্মকাণ্ড জুলাই বিপ্লবের নীতি আদর্শের পরিপন্থী মনে হাওয়ায় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। দলীয় বর্তমান পথচলা আমার ব্যক্তিগত আদর্শ এবং মূল্যবোধের সঙ্গেও সাংঘর্ষিক, আমি গভীরভাবে হতাশ এবং বিচলিত।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                