নূর মোহাম্মদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ট্রাক্টর কেড়ে নিলো আব্দুস সামাদ (১২) নামের এক শিক্ষার্থীর প্রাণ।
সোমবার (১৮ মার্চ) বিকাল ৫টার দিকে উপজেলার হলদিবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে।
আব্দুস সামাদ উপজেলার হলদিবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে ও হলদিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে বালু ভর্তি ট্রাক্টর বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলে ওই ছাত্রের মৃত্যু হয়।
হরিপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ বলেন, বালু ভর্তি ট্রাকটরটি কিশোরকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘাতক ট্রাক্টর টি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।