ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবরে স্মারকলিপি দিয়েছেন যুবদলের নেতৃবৃন্দ।
বুধবার (২০ আগস্ট) বিকাল ৪ টায় হরিপুর উপজেলা যুবদলের নেতৃবৃন্দ কর্তৃক উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, হরিপুর উপজেলায় বিভিন্ন রাস্তার (সড়ক) সংলগ্ন অবৈধভাবে ভূট্টার ডাটা, খড়, দোকান, কাশবন এবং গরুর বর্জ্য রাখার কারণে সড়কে নিয়মিত দূর্ঘটনা ঘটে আহত ও নিহতের ঘটনা ঘটে যাচ্ছে। তাই অবৈধভাবে গড়ে উঠা বিষয়গুলো অপসারণের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলা যুবদলের সভাপতি সাজ্জাদ হোসেন উজ্জ্বল, সহ-সভাপতি আল আকসার সুজন, সাধারণ সম্পাদক সোহেল তানভীর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আসিফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেসুর রহমানসহ স্থানীয় যুবদলের নেতৃবৃন্দ।