নূর মোহাম্মদ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুরে শনিবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার ধীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে সম্প্রতি সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়।
সাবেক প্রধান শিক্ষক শ্রী বাবুল চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন ,বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন।
গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক এমপি জেড মর্তুজা চৌধুরী তুলা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত ট্রাষ্টি ও হিন্দধর্মীয় কল্যাণ ট্রাষ্ট সত্যজিত কুমার কুন্ডু, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা সভাপতি মনোরঞ্জন সিং, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান রণজিৎ কুমার রায় , উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপাধ্যক্ষ জামাল উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফয়সাল আমিন বলেন, “বাংলাদেশ সব ধর্ম-বর্ণের মানুষের দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান অধিকার নিয়ে এখানে বসবাস করছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সবচেয়ে বড় উৎসব। এ উৎসবকে ঘিরে বিএনপি সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর। পূজামণ্ডপগুলোতে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকেও এগিয়ে আসতে হবে। পূজা হোক আনন্দের, পূজা হোক সম্প্রীতির এই হোক আমাদের অঙ্গীকার।”