মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ই ফেব্রুয়ারী ২০২৬ উপলক্ষে প্রিজাইটিং ও সহকারী প্রিজাইটিং কর্মকর্তাদের সাথে উপজেলা হলরুমে আজ বৃহস্পতিবার বিকেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন সেনাবাহিনী ডাসার উপজেলা ক্যাম্প কমান্ডা ক্যাপ্টেন মাইনুল ইসলাম, মাদারীপুর জেলার এনএসআই এর উপপরিচালক মোঃ জিল্লুর রহমান,র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের ডিএডি মোঃ জামাল হোসেন, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম,ডাসার ডাসার উপজেলা নির্বাচন কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান,সমাজসেবা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ মশিউর রহমান সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা গন।
এসময় জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ করতে প্রশাসন আপনাদের সবরকম সহযোগিতা করবে।
প্রতিটি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে।
আপনারা যতটুকু সহযোগীতা আশা করবেন তার চেয়ে বেশি পাবেন।

