ঢাকাTuesday , 3 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

ডুমুরিয়ার পল্লী শ্রী বালিকা বিদ্যালয়ে ৪০ লাখ টাকার বাণিজ্য! সভাপতির ভাই অফিস সহায়ক হিসেবে নিয়োগ পেলেন

দেশ চ্যানেল
October 3, 2023 4:40 pm
Link Copied!

তুষার কবিরাজ ডমুরিয়া খুলনা প্রতিনিধি

ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের পল্লীশ্রী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষকসহ তিনটি পদে নিয়োগে ৪০ লাখ টাকার বাণিজ্য হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিয়োগে অনিয়ম উৎকোচ গ্রহণসহ বিভিন্ন অভিযোগে গত ১ অক্টোবর খুলনা জেলা প্রশাসকরে বরাবরে এলাকাবাসী অভিযোগ দিয়েছেন। অথচ এসব কিছুর তোয়াক্কা না করে বিদ্যালয়ের কমিটি তিড়িঘড়ি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে। খুলনা জেলা প্রশাসকের কাছে দেয়া অভিযোগ পত্রে জানা যায়,ডুমুরিয়া উপজেলার পল্লীশ্রী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক, অফিস সহায়ক ও নিরাপত্তা কর্মী পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। কিন্তু এই নিযোগ সংক্রান্ত বিষযে কমিটির ফ’র্ব কোন সভা হয়নি। সর্বসম্মতিক্রমে গঠণ করা হয়নি নিযোগ কমিটিও। সভাপতি ও প্রধান শিক্ষক মনগড়া কমিটির মাধ্যমে শিক্ষা অফিসকে ম্যানেজ করে নিযোগ প্রক্রিয়া সম্পন্ন করেছে। অথচ স্থাণীয় এলাকাবাসী ওই সব পদে নিযোগ দিতে মোটা অংকের টাকার চুক্তি করে। এর মধ্যে প্রধান শিক্ষক পদে ১৬ লাখ,অফিস সহায়ক পদে ১৩ লাখ ও নিরাপত্বা কর্মী পদে ১২ লাখ টাকার চুক্তি হয়। তবে মজার ব্যাপার হচ্ছে ওই অভিযোগ পত্রে যাদেরকে নিযোগ দেয়া হচ্ছে এমন অভিযোগ দেয়া হযেছে তারাই নিযোগ পেয়েছেন। অভিভাবক ও কমিটির কতিপয় সদস্য বিষয়টি আচ করতে পেরে ক্ষুদ্ধ হয়। স্কুলে নিযোগ পরিক্ষা নিলে এলাকাবাসী বিক্ষোভ করতে পারে বা বাঁধা দিতে পারে এমন শঙ্কায় খুলনায় এ পরিক্ষা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে বিদ্যালযের অভিভাবক সদস্য সুব্রত বিশ্বাস বলেন, নিয়োগ সংক্রান্ত বিষযে কোন সভা আহবান করা হয়নি। কোন নিযোগ গঠণ হয়েছে এমনটাও জানা যায়নি। মোটা অংকের টাকার বিনিমযে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কিশোর কুমার মিস্ত্রী তার ভাই অনুপ মিস্ত্রিীকে নিয়োগ দিযেছেন। এ বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্ধার্থ মল্লিকের সেল ফোন ( ০১৭১১০২৯৬৬১) নম্বরে কয়েকবার কল দিলেও তিনি রিফসভ করেননি। অপরদিকে সভাপতির ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে। এদিকে ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস বলেন, নিয়োগ পরিক্ষায় কোন অনিযম হয়নি। কমিটির কেউ টাকা নিয়েছে কিনা আমার জানা নেই। ডুমুরিয়া উপজেলা নির্বাহি অফিসার শরীফ আসিফ রহমান বলেন, এলাকাবাসী জেলা প্রশাসক মহোদয়ের নিকট যে অভিযোগ দিযেছেন সেটি আমি জেনেছি। তিনি ব্যবস্থা নেয়া বা তদন্ত করার কথা বললে এ বিষযে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST