সুলাইমান পোদ্দার , তজুমদ্দিন প্রতিনিধি।
ভোলার তজুমদ্দিন উপজেলায় ব্র্যাক এক্সিলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে তজুমদ্দিন উপজেলা পরিষদ সভা কক্ষে ব্র্যাক ক্ষুদ্র ঋণ কর্মসূচি এলাকা ব্যবস্থাপক টিকেন রায় এর সভাপতিত্বে ও ব্র্যাক শিক্ষা কর্মসূচি প্রশিক্ষক মনির আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিক কুমার দত্ত, উপজেলা ব্র্যাক শিক্ষা ব্যবস্থাপক তজুমদ্দিন , মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা ব্র্যাক শিক্ষা ব্যবস্থাপক চরফ্যাশন, সিদ্দিকুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার,আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)।
বক্তারা বলেন কোভিড-১৯ এর আকস্মিক প্রাদুর্ভাবের ফলে, বাংলাদেশের সকল স্কুল ১৮ মাসের জন্য বাধ্যতামূলকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এসময় শ্রেণিকক্ষে প্রচলিত সকল শিখন-শেখানো কার্যক্রম বন্ধ হয়ে যায়।
দীর্ঘস্থায়ী বন্ধে, ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিক্ষার্থীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় এবং ঝরে পড়া শিক্ষার্থীর হারও বাড়তে থাকে। যে সব অঞ্চলের শিশুরা শিক্ষা থেকে সুবিধাবঞ্চিত তাদের জন্য এক্সোলারেটেড মডেলে শিক্ষার ব্যবস্থা করা হবে। তজুমদ্দিনে ৩৭৫ জন শিক্ষার্থী ও ১৫ টি ব্র্যাক স্কুল থেকে এই মডেলে শিক্ষা সম্পন্ন হব।

