আব্দুল গাফফার শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যারা নিজেদের দলের লোকদের পাথর মেরে হত্যা , চাঁদাবাজি, দখল–বাণিজ্য, মামলাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, গাড়িচাপা দিয়ে লোক হত্যা থেকে বিরত রাখতে পারবে, তারাই জনগণকে আগামীর বাংলাদেশ উপহার দিতে পারবে। যারা এগুলো পারবে না, তারা যত রঙিন স্বপ্নই দেখাক, জাতি তাদের মতলব বুঝতে পারবে।
শনিবার (24 জানুয়ারি) দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর কলোনী খেলার মাঠে উপজেলা জামায়াতের আয়োজনে নির্বাচনী পথসভায় তিনি এই কথা বলেন।
শফিকুর রহমান বলেন, বাংলাদেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবার। এমন বাংলাদেশ গড়তে ১০ দলের প্রতীকের পক্ষে সর্বশক্তি নিয়োগ করে গণভোটে হ্যাঁ এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে। জামায়াত নারীদের সম্মানের জায়গায় রাখতে চায়। কর্মক্ষেত্রে তারা সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবে, তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। রাস্তাঘাটে চলাফেরায় নারীদের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার করছে জামায়াত।
তিনি বলেন, বারবার ষড়যন্ত্র করে উত্তরাঞ্চলের মানুষকে বঞ্ছিত করা হয়েছে। আগামীতে জামায়াতের নেতৃত্বে সৎ, দক্ষ ও দেশ প্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠা করা হবে। চুরি করতে দেওয়া হবে না। নদীগুলো খুন করা হয়েছে। আমাদের জোট ক্ষমতায় গেলে শুধু নদী নয় উত্তরাঞ্চলের মানুষের জীবন প্রাণচাঞ্চল্যে ভরে উঠবে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতির সমালোচনা করে জামায়াত আমির বলেন, আমরা ওই ধরনের কোনো কার্ডের ওয়াদা দিচ্ছি না। দুই হাজার টাকা দিয়ে একটা পরিবারের কোনো কিছু সমাধান হবে না। আমার কাছে কোন কার্ড নেই। আমরা আপনাদের ভালোবাসার কার্ড চাই।
ড. শফিকুর রহমান বলেন, মহান আল্লাহর উপর ভরসা করে বলতে চাই, এই উত্তরবঙ্গের চেহারা বদলে দেওয়ার জন্য পাঁচটি বছর যথেষ্ট হবে। আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, তাহলে উত্তরবঙ্গের চেহারা বদলে যাবে ইনশাল্লাহ। এই এলাকার মাটি উর্বর, এই এলাকা পিছিয়ে থাকার কোন প্রশ্নই উঠে না। ষড়যন্ত্র করে, বঞ্চিত করে, পিছনে রাখা হয়েছে।
বক্তব্য শেষে তিনি বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জোটের প্রার্থী মাওলানা দবিবুর রহমানের হাতে দাঁড়িপাল্লা প্র্রতীক তুলে দিয়ে পরিচয় করিয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
শেরপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা দবিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিমের সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল হক, সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোটস সম্পাদক হারুনর রশীদ রাফি, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল, এসিপির উত্তরাঞ্চল যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহাদি, বগুড়া জেলা পূর্বের সভাপতি জোবায়ের আহমেদ প্রমুখ।

