ঢাকাSunday , 8 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • দালালদের দখলে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

    দেশ চ্যানেল
    October 8, 2023 3:08 pm
    Link Copied!

    মোঃ মশিউর রহমান সুমন।
    মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ

    মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রীতিমতো দালালদের দখলে চলে গেছে বলে অভিযোগ উঠেছে। ফলে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা নানা ধরনের হয়রানির শিকার। অভিযোগ রয়েছে কমিশনের আশায় এসব দালালদের লালন পালন করছেন স্বাস্থ্য কমপ্লেক্সের একশ্রেণীর ডাক্তার।

    স্থানীয়দের সাথে কথা বলে ও সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সকে ঘিরে গড়ে উঠেছে ব্যাঙ্গের ছাতার মতো বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল। এসব প্রতিষ্ঠানের রোগীর যোগান দেওয়ার জন্যই বেপরোয়া দালাল চক্র। রোগীদের ব্যবস্থা পত্র কেড়ে নেওয়া, দালাল যে ডাক্তারের সাথে সম্পৃক্ত তার কাছে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া এবং ইচ্ছেমতো টেস্ট লিখে নেওয়া, কথা না শুনলে অপদস্ত করা,এমনকি কৌশলে রোগীকে কমপ্লেক্স থেকে বের করে নিয়ে দালালদের পছন্দমতো প্রতিষ্ঠানে চিকিৎসাসেবা নিতে বাধ্য করা প্রতিদিনের ঘটনা।

    স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কথা হয় নাম প্রকাশ না শর্তে এক যুবকের সাথে। পরিচয়ে জানান, তিনি ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট। ডায়াগনস্টিক সেন্টারে কাজ করেন।তিনি আরো জানান, ডাক্তাররা প্রতিটি পরিক্ষার বিপরীতে কমিশন পান শতকরা ৫০টাকা। আপনাদের কি লাভ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ডায়াগনস্টিক সেন্টার থেকে বেতন পাই, আবার দিন শেষে স্যার (ডাক্তার) ইনকাম অনুযায়ী একটা অংশ আমাকে দেন।

    এদিকে বরিশাল জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (সিভিল সার্জন) বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স দালালমুক্ত করার দায়িত্ব সম্পূর্ণ স্থানীয় স্বাস্থ্য প্রশাসনের। স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার কর্মকর্তা – কর্মচারী চাইলে দালালদের দৌরাত্ম্য থাকতে পারেনা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST