জিয়াউল হক,দূর্গাপুর উপজেলা প্রতিনিধি,নেএকোনা।
জাতীয় বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ(১৪ ডিসেম্বর)শনিবার নেএকোনা জেলার দূর্গাপুর উপজেলার ৬ নং কাকৈরগড়া ইউনিয়নের, ঐতিহ্যবাহী ঝানজাইল বাজারে বিএনপি ও বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এক প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়।
স্বৈরশাসক সরকার আওয়ামীলীগের জুলাইয়ের নিষংশ গণহত্যার প্রতিবাদ ও সন্ত্রাসী দল আওয়ামীলীগের দূসরদের প্রতিহত করতে এ প্রতিবাদী স্লোগান হয়।সন্ত্রাসী দল আওয়ামী লীগের উত্তরসুরীরা যেন ভবিষ্যতে সক্রিয় হতে না পারে সে দৃষ্টিকোন থেকে সজাগ থাকতে হবে।
মিছিলে অংশগ্রহণ করেন, ৬ নং কাকৈরগড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক গোলাম নিশার ভূইয়া,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: সুরুজ মিয়া,ইউনিয়ন সদস্য সচিব রাজা খান, যুবদল সভাপতি পিন্টু খান,ছাত্রদল সভাপতি সুজাত আহমেদ,স্বেচ্ছাসেবক দল সভাপতি জাহাঙ্গীর আলম, সহ একাদিক সিনিয়র নেতাকর্মীরা।
মিছিলটি ঝানজাইল পেট্রোল পাম্প থেকে শুরু হয়ে বাজারের দিকে অগ্রসর হয়, পরে বিএনপির পার্টি অফিসের সামনে দিয়ে বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে।বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী সন্ত্রাসী আওয়ামীলীগের বিরুদ্ধে জোড়ালো স্লোগান দিতে থাকেন।
দুর্গাপুর উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল আলম ভূঁইয়া বলেন,স্বৈরাচার আওয়ামী লীগের দূসররা যেকোনো সময় মাথাগুজে উঠতে পারে এবং এলাকার শান্তি বিনষ্ট করতে পারে। সেজন্য,সকল সংগঠনের নেতাকর্মীদের সজাগ দৃষ্টিকোণ রাখতে হবে।পাশাপাশি,আওয়ামীলীগ সরকারের আমলের নিশংস গণহত্যা ও জুলাইয়ের বর্বরোচিত হামলায় জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করতে হবে।সকল অঙ্গসংগঠনের একাত্মতাই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করতে হবে।বিএনপি’র কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক দুর্গাপুর কলমাকান্দার কৃতি সন্তান ব্যারিস্টার কায়সার কামালের দিকনির্দেশনা পালন করার কথা বলা হয়।