ঢাকাWednesday , 19 February 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

দূর্গাপুরে বীরমুক্তিযোদ্ধা অশেষ বাউল মারা গেছেন।

দেশ চ্যানেল
February 19, 2025 7:03 am
Link Copied!

 উপজেলা প্রতিনিধি, দূর্গাপুর,নেএকোনা।

নেত্রকোনার দুর্গাপুরের বীর মুক্তিযোদ্ধা অশেষ বাউল (৭১) মারা গেছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত দেড় টার দিকে নিজ বাড়িতে অসুস্থ জনিত কারণে মৃত্যুবরন করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। দুপুরে পৌর শহরের উৎরাইল এলাকার নিজ বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাভিদ রেজওয়ানুল কবীরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন।

পরে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন শেষে খ্রিস্টীয় রীতি অনুসারে স্থানীয় সমাধিস্থলে তাকে সমাহিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার,ওয়াহেদ আলী,আব্দুল খালেক,আবুল কালাম,প্লাস্টার স্নিগ্ধেন্দু বাউল,সিরাজুল হক,আব্দুল জব্বার মাল,সাবেক পৌর কাউন্সিলর এমরোজ হোসেন,ডন বস্কো কলেজের পরিচালক ফাদার পাওয়েল কোচিওলেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন। এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST