ধুনট, বগুড়া, প্রতিনিধিঃ
বগুড়া ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক পদে মোঃ সোলায়মান আলী যোগদান করেছেন।
মঙ্গলবার (২২ই এপ্রিল) ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে গত ২১ই এপ্রিল যোগদানের পর মঙ্গলবার বিকেলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন।
ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উজ্জল কুমারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ধুনট মহিলা ডিগ্রী কলেজ (ভারপ্রাপ্ত )অধ্যক্ষ মোঃ হায়দার আলী (হিন্দোল), পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুর রহমান চঞ্চল, পৌর বিএনপির সহ-সভাপতি সানোয়ার হোসেন, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাচ্চু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ইঞ্জিনিয়ার আল-আমিন, পৌর বিএনপির নেতা মোশাররফ হোসেন। এসময় আরোও উপস্থিত ছিলেন ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক বিকাশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ তফিজ উদ্দিন, বর্তমান শিক্ষক আব্দুল কালাম আজাদ, শিক্ষক গুলেরেনা দীল, জুলেখা বেগম, কামরুল হাসান ও শংকর কুমার।
অত্র বিদ্যালয়ের সাবেক (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোলায়মান আলীকে দায়িত্ব বুঝিয়ে দেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সোলায়মান আলী তিনি স্থানীয় সর্বস্তরের জনসাধারণ ও শিক্ষার্থীর অভিভাবকসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।