ছাদেক উদ্দিনঃ নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর পোরশায় ট্রাক্টরের চাপায় হাবিবুর রহমান হাবিব (৯) নামে এক চতুর্থ শ্রেণীর স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার নিতপুর কাপালীর মোড়ে এই ঘটনাটি ঘটে।
নিহত হাবিব নিতপুর ইউনিয়নের গোপিনাতপুর গ্রামের সামাদের (চাক্কু) ছেলে। সে নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।
স্থানীয়দের বরাত দিয়ে পোরশা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ আলম বলেন, নিহত স্কুল ছাত্র দুপুরে টিফিন খাওয়ার জন্য বাড়ি যাচ্ছিল। এসময় স্থানীয় একটি ইট ভাটার মাটি বহনকারী ট্র্যাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়।
ওসি আরও বলেন, ঘটনার পর স্থানীয়রা মরদেহ উদ্ধার করে নিহতের বাড়িতে নিয়ে যায়। এ বিষয়ে মামলা দায়ের হলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                 
                                 
                                 
                                 
                                