জেলা প্রতিনিধি, নড়াইল:
নড়াইলের লোহাগড়া উপজেলার শামুকখোলা কাজী পাড়া জামে মসজিদ ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান পৃষ্টপোষক কাজী শরিফুল ইসলাম (মিন্টুর) উদ্যোগে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মধ্যে কুরআন, আযান, হামদ-নাত, গজল প্রতিযোগিতা অনুষ্টিত হয়।
শামুকখোলা কওমী মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি আ. হালিমের সভাপতিত্বে ও কাজী আব্দুল আলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীর। বিশেষ অতিথি ছিলেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান, যমুনা গ্রুপের পরিচালক এবিএম ছামছুল হাসান হিরু প্রমুখ।
এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার কিশোর রায়,জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মীর শরিফুল হক, পুলিশ পরিদর্শক ট্রাফিক জোন লোহাগড়া থানা ফারুক আল মামুন ভুঁইয়াসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।