উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি
নড়াইল জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী সদর উপজেলার হবখালী ইউনিয়ন পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদ সহ ইউনিয়নের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
রবিবার (৬ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে তিনি হবখালী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে যান। এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান সহ পরিষদের সদস্যরা প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে পরিষদের সদস্যদের সাথে বৈঠকে মিলিত হন প্রধান অতিথি। এসময় হবখালী ইউনিয়ন পরিষদের কর্মকান্ড সহ ইউনিয়নের বিভিন্ন কর্মকান্ড, আইন শৃংখলা পরিস্থিতি, বাল্য বিবাহ, শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
এছাড়া হবখালী ইউনিয়ন ভূমি অফিস, হবখালী ডিজিটাল সেন্টার, হবখালী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র, হবখালী কমিউনিটি ক্লিনিক, হবখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
এসময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদ, নড়াইল জেলা প্রশাসকের সিএ হুসাইন আহম্মেদ সঙ্গে ছিলেন।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                 
                                 
                                 
                                 
                                