ঢাকাThursday , 1 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

না ফেরার দেশে চলে গেলেন দূর্গাপ্রসাদ তেওয়ারী

দেশ চ্যানেল
February 1, 2024 2:58 pm
Link Copied!

রফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলা প্রতিনিধি

নেত্রকোণার দুর্গাপুরের বর্ষীয়ান রাজনীতিবিদ, বৃটিশ বিরোধী সংগ্রামী ও কমরেড মণি সিংহের সহযোদ্ধা দূর্গাপ্রসাদ তেওয়ারী আর নেই। বুধবার রাতে পৌর শহরের দেশওয়ালীর পাড়ার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৯৩ বছর বয়সী দূর্গাপ্রসাদ তেওয়ারী বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। তিনি মৃত্যুকালে দুই পুত্র,এক মেয়ে,নাতি-নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার দুপুরে তাঁর মরদেহ দুর্গাপুরের শহীদ মিনারে আনলে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন পরে তার শেষকৃত্য স্থানীয় শ্মশানঘাটে অনুষ্ঠিত হয়। ।

১৯৩১ সালের ২০ আগষ্ট দুর্গাপুর পৌর শহরের দেশওয়ালী পাড়ায় জন্ম গ্রহণ করেন এ কিংবদন্তি নেতা৷ ১৯৫০ সালে স্থানীয় একটি বিদ্যালয় থেকে এস এসসি পাশ করেন এবং উচ্চ শিক্ষার জন্য চলে যান কলকাতায়। এরপর মায়ের টেলিগ্রাফে তিনি দুর্গাপুর চলে আসেন এবং ১৯৫৯ সালে ১০মে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৭০ সালের সংসদ নির্বাচনে তিনি সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন৷ বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করায় ১৯৭৫ সালের ৪ ডিসেম্বর তাঁকে বন্দি করে ময়মনসিংহের জেলে রাখা হয়েছিলো। এই কিংবদন্তি নেতার মৃত্যুতে দুর্গাপুরে শোকের ছায়া নেমে আসে।

এ কিংবদন্তি নেতার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার, পৌর মেয়র আব্দুস ছালাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধারা, ডিএসকের নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উসমান গনি তালুকদার, সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফিক, সিপিবি দুর্গাপুর কমিটি, দুর্গাপুর প্রেসক্লাব, দুর্গাপুর সাংবাদিক সমিতি, পথ পাঠাগার সহ
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা শোকাহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST