মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা)আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়েছেন জেলা জমিয়েত উলামা ইসলামের সভাপতি মুফতি মনির হোসেন কাসেমী।সম্প্রতি কেন্দ্রীয় পর্যায়ে জোটের চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে তাকে এই আসনের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।দলীয় সূত্র জানায়, জোটের সমঝোতার অংশ হিসেবেই নারায়ণগঞ্জ-৪ আসনে মনির কাসেমীর নাম চূড়ান্ত করা হয়েছে। মনোনয়ন ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারা আশা প্রকাশ করেছেন, ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করলে এই আসনে জোটের বিজয় নিশ্চিত করা সম্ভব হবে।মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় মনির কাসেমী বলেন-নারায়ণগঞ্জ-৪ এলাকার মানুষের অধিকার ও উন্নয়নের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।দল ও জোটের প্রতি আস্থা রেখে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই।এদিকে মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকায় জোটের নেতাকর্মীরা গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার প্রস্তুতি নিচ্ছেন।রাজনৈতিক অঙ্গনে এ মনোনয়নকে ঘিরে আলোচনা শুরু হয়েছে এবং নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।তবে হতাশা বিরাজ করছে বিএনপি নেতাকর্মীদের মাঝে।কারন এই আসনে বিএনপির হাইপ্রোফাইল একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন।এরা হলেন সাবেক দুই এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন ও মোহাম্মদ আলী,জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শাহ আলম,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।উল্লেখ্যঃ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মুফতি মনির হোসেন কাসেমী জোটবদ্ধ হয়ে বহুল আলোচিত ও সমালোচিত প্রভাবশালী প্রার্থী শামীম ওসমানের বিরুদ্ধে নির্বাচন করেন।৫ আগস্ট ছাত্র-জনতার গনঅভ্যুত্থান আন্দোলনে তিনি(কাসেমী)সক্রিয় ভূমিকা পালন করেন।আন্দোলনকে ত্বরান্বিত ও বেগবান করতে মাদ্রাসার ছাত্র ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ঢাকার রাজপথে সোচ্চার ছিলেন তিনি।এখন দেখার বিষয়,এই আসনটিতে তিনি কি চমক দেন।

