ঢাকাSaturday , 2 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে বেহাল সড়ক সংস্কারের দাবিতে ছাএ-জনতার গর্জন।

দেশ চ্যানেল
August 2, 2025 4:25 am
Link Copied!

মোঃ রিপন রেজা রিপোর্টার নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।শুক্রবার সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত ওই সড়কের নবীগঞ্জ বাসস্ট্যান্ডে এ বিক্ষোভ চলে।বিক্ষোভকারীরা দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কারের দাবি জানান।একই সঙ্গে দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনারও দাবি জানান তারা।দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে যাত্রী ও পরিবহন শ্রমিকরাও বিক্ষোভে অংশ নেন।বিকেলে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সাথে কথা বলার পর অবরোধ তুলে নেওয়া হয়।গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি মেহেবুবা আক্তার বলেন- দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল দশা।একটু বৃষ্টি হলেই পানি জমে গাড়ি উল্টে যায় প্রায় সময়,পাশাপাশি দুর্ঘটনাও ঘটছে।এমনকি দুর্ঘটনার স্বীকার হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই সমস্যাগুলো নিয়ে আমরা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)এবং জেলা প্রশাসন(ডিসি)অফিসে স্মারকলিপি দিয়েছি। কিন্তু তারা এর কোনো সুরাহা করছে না।তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সাবেক সদস্যসচিব হৃদয় ভূইয়া বলেন-এই সড়কে অনেক ওভারলোড পরিবহন চলাচল করে।যার কারণে অল্প সময়ে সড়কের এই বেহাল দশা।যে পরিবহনের এই সড়কে চলাচলের অনুমতি আছে সেগুলো ছাড়া বাকিগুলোর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে সেগুলোর চলাচল বন্ধ করার দাবি জানাচ্ছি।এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি)লিয়াকত আলী বলেন-সকাল প্রায় দশটা থেকে ছাত্র-জনতা সড়ক অবরোধ করে।খবর পেয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন এবং আগামী রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST