মাদারীপুর প্রতিনিধিঃ
পুলিশের দায়েরকৃত নাশকতা মামলায় আসামী হলেন জেলা কৃষক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও গোপালপুর ইউনিয়ন চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর।
তিনি মানবপাচার মামলায় দীর্ঘদিন জেল খেটে জামিনে রয়েছেন।
জানা যায়, শেখ হাসিনার মানবতাবিরোধী মামলার রায়কে ঘীরে আওয়ামী লীগের ডাকা দুইদিনে সাটডাউন কর্মসূচির প্রথম দিনে ঢাকা বরিশাল মহাসড়ক মাদারীপুর জেলার কালকিনি ও ডাসার উপজেলার মধ্যেবর্তি স্থান গোপালপুর ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে গাছ ফেলে অবরোধ করে নাশকতা করায় কালকিনি থানা পুলিশ বাদি ৫০ জন আসামী মামলা দায়ের করেন। এতে আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর’কে ২২ নাম্বার আসামী করা হয়েছে।
এব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এম সোহেল রানা বলেন, এঘটনায় ৫০ জনকে আসামী করে নাশকতা মামলা রুজু হয়ে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

