মুন্না ইসলাম আগুন স্টাফ রিপোর্টার রাজশাহী:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনের লক্ষ্যে রাজশাহীর দুর্গাপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মিনি হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, এতে দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
মতবিনিময় সভায় সাংবাদিকরা নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা, সাংবাদিকদের নিরাপত্তা ও তথ্যপ্রাপ্তির বিষয়ে বিভিন্ন প্রশ্ন ও প্রস্তাব তুলে ধরেন।
এসময় সাংবাদিক নেতারা বলেন, নির্বাচনী সময়ে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে সাংবাদিকরা প্রায়ই বাধা ও হয়রানির শিকার হন, এসময় সংবাদ সংগ্রহে প্রশাসনের সহযোগিতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা, একই সঙ্গে ভুয়া খবর ও গুজব প্রতিরোধে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় ইউএনও মাশতুরা আমিনা বলেন,“নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবে, কোনো ধরনের অনিয়ম বা আচরণবিধি লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে, তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের তথ্য সংগ্রহে সহযোগিতা করা হবে এবং যেকোনো সমস্যায় দ্রুত প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।
সভা শেষে উপস্থিত সাংবাদিকরা আশা প্রকাশ করেন, প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।

