মো আমিরুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধি।
বিচার ব্যবস্থা আধুনিকায়ন ও বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে পঞ্চগড়সহ দেশের আট জেলায় একযোগে ই-বেইলবন্ড ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। বুধবার, ২১ জানুয়ারি সচিবালয় প্রান্ত থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে ড. আসিফ নজরুল বলেন, বিচার ব্যবস্থা আধুনিক ও জনবান্ধব করতে প্রচলিত কাগজভিত্তিক বেইলবন্ড দাখিল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল মাধ্যমে ই-বেইলবন্ড চালু করা হয়েছে। এই উদ্যোগের ফলে বিচারপ্রার্থী জনগণ, আইনজীবী ও কারা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে সাশ্রয় হবে।
তিনি আরও বলেন, প্রথম ধাপে নারায়ণগঞ্জ জেলায় পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হয় এবং তা সফলভাবে পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় আজ থেকে পঞ্চগড়, মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, ঝালকাঠি ও শেরপুর জেলায় ই-বেইলবন্ড ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হলো।
এই ঐতিহাসিক উদ্যোগকে স্মরণীয় করে রাখতে সকালে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে ই-বেইলবন্ড সিস্টেম চালু উপলক্ষে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমদাদুল হক জেলা ও দায়রা জজ, হুসাইন মুহাম্মদ ফজলুল বারী, বিচারক (জেলা ও দায়রা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, নুরুজ্জামান, বিচারক (জেলা ও দায়রা জজ), পারিবারিক আপীল আদালত, পঞ্চগড় মুহাম্মদ শরিফুর রহমান, বিচারক (জেলা ও দায়রা জজ), শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল, হাফিজুল ইসলাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আদম সুফি, সরকারি কৌঁসুলি আব্দুল বারী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি জাকির হোসেন, জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক মাহবুব উল আলমসহ বিভিন্ন আদালতের বিচারক, আইনজীবী ও গণমাধ্যমকর্মীরা।

