পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে উপজেলার মাড়েয়া বাজারে ফিতা কেটে এই এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করেন পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল হান্নান শেখ।
উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পঞ্চগড় শাখার এভিপি ও শাখা প্রধান একেএম মোজাহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, এসভিপি ও রংপুর জোন প্রধান আবুল লাইছ মো. আব্দুল খালেক, মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনছার মো. রেজাউল করিম শামীম, এজেন্ট মেসার্স সাবিব ট্রেডার্স এর স্বত্বাধিকারী অজিউল্লাহ পাটোয়ারী, মাড়েয়া বামনহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র বর্মন প্রমুখ।